Prabhat Roy | Datta: ‘দত্তা’র ৫০ দিনের উদযাপন, বিজলীতে পা রেখে আবেগে ভাসলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে বক্স অফিসে ৫০ দিন পার করে ফেলল নির্মল চক্রবর্তী পরিচালিত ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘দত্তা’।
বিজলী সিনেমা হলে হয়ে গেল এই ছবির ৫০ দিনের উদযাপন।
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এদিন হাজির ছিলেন জয় সেনগুপ্ত, সংগীত পরিচালক জয় সরকার।
বহুদিন পর এদিন বিজলীতে হাজির হয়েছিলেন এই ছবির নিবেদক প্রভাত রায়। ছবি সম্পর্কে তিনি বলেন, ‘নির্মল ছবিটা খুব ভালো বানিয়েছে’।
পাশাপাশি এদিন বর্ষীয়ান পরিচালক হলে পা রাখতেই এক বাদাম বিক্রেতা তাঁকে বলেন, ‘আপনার কত ছবি এই হলে গোল্ডেন জুবিলি হয়েছে। তখন আমাদের ব্যবসাও ভালো চলত’। পুরনো সেই সব স্মৃতির উস্কানি, মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত বর্ষীয়ান পরিচালক।