ভাগ্নীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন প্রভুদেবা? লুকিয়ে কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা?
গোপনে সাতপাকে বাঁধা পড়লেন প্রভুদেবা। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন জনপ্রিয় এই অভিনেতা, পরিচালক। জানা যাচ্ছে এমন খবর। যদিও প্রভুদেবা এখনও পর্যন্ত নিজের দ্বিতীয় বিয়ের খবর অফিসিয়ালি প্রকাশ করেননি বা কোনও মন্তব্যও করেননি এ বিষয়ে।
সূত্রের খবর, এক ফিজিওথেরাপিস্টের সঙ্গে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েন প্রভুদেবা। দুজনের সম্মতিতেই গোপনে সেরে ফেলা হয় বিয়ের অনুষ্ঠান। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে ক্যামেরার ফ্ল্যাশ পড়ে গোপনীয়তা নষ্ট হোক, তা কেউ চাননি। সেই কারণেই চুপচাপ বিয়ে সেরে ফেলেন প্রভুদেবা
সম্প্রতি পিঠের ব্যাথায় কাবু হয়ে পড়েন প্রভুদেবা। ওই সময় এক ফিজিওথেরাপিস্টের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। ওই ফিজিওথেরাপিস্টকেই বিয়ে করেন পরিচালক, অভিনেতা। সেপ্টেম্বরে বিয়ে সেরে আপাতত দুজনে চেন্নাইয়ের উদ্দেশে রওবা দিয়েছেন বলেও পাওয়া যায় খবর
প্রভুদেবা তাঁর ভাগ্নী অথবা ভাইঝিকে বিয়ে করবেন বলে সম্প্রতি খবর ছাড়ায়। যা নিয়ে শোরগোল শুরু হতেই একটি তামিল সংবাদমাধ্যম প্রভুদেবার বিয়ের খবর প্রথম ফাঁস করে। ওই সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, প্রভুর সঙ্গে তাঁর ভাগ্নীর বিয়ে হচ্ছে না। তিনি ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন মুম্বইতে নিজের বাসভবনে। দুজনে চেন্নাইয়ের উদ্দেশে রওনাও দিয়েছেন বলে খবর
১৯৯৫ সালে রামলতাকে বিয়ে করেন প্রভুদেবা। ২০১২ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। ২০০৮ সালে প্রভু এবং রামলাতর বড় ছেলে মারা যাওয়ার পরই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর ২০১২ সালে হয়ে যায় বিচ্ছেদ। প্রথম বিয়ে ভাঙার পর জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে বেশ কয়েক বছর লিভ ইন করেন প্রভুদেবা কিন্তু সেই সম্পর্কও টেকেনি। নয়নতারার সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রভু এবার দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন বলে খবর