শিয়ালদহে চালু হল রেলের চলমান স্বাস্থ্যকেন্দ্র ‘প্রদীপ’!
দক্ষিণ-পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে চালু হল চলমান স্বাস্থ্যকেন্দ্র।
দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কর্মরত কর্মীদের কাছে স্বাস্থ্য পরিষেবা জরুরি ভিত্তিতে পৌঁছে দিতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রকের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
ইঞ্জিন-সহ পুরনো একটি বগিকে ছোটখাট একটি স্বাস্থ্যকেন্দ্রের রূপ দেওয়া হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘প্রদীপ’।
কী নেই এই চলমান স্বাস্থ্যকেন্দ্রে! রোগী ও তাঁর সঙ্গে আসা পরিজনদের জন্য প্রতীক্ষালয়, দু’টি শয্যাযুক্ত ঝাঁ চকচকে কেবিন, চিকিত্সকের চেম্বার, ড্রেসিংরুম এবং প্রথমিক চিকিত্সার জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম, ওষুধপত্র।
জানা গিয়েছে, চলমান এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে খরচ হয়েছে ১৪ লক্ষ টাকা। তথ্যসূত্র ও ছবি: কেন্দ্রীয় রেলমন্ত্রকের ফেসবুক পেজের সৌজন্যে।