সোমে বাংলায় পেলেন জেড ক্য়াটগরির নিরাপত্তা, মঙ্গলে নতুন দল খুলছেন পিকে?
নিজস্ব প্রতিবেদন: জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পর কি সরাসরি রাজনীতিতে নামতে চলেছেন নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর? পিকে নিজে ইঙ্গিত দিয়েছেন, নিজের রাজ্য় বিহারে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন। তবে তাঁর ভূমিকা কি হবে, তা স্পষ্ট করেননি। মঙ্গলবার পটনায় সাংবাদিক বৈঠক ডেকেছেন প্রশান্ত কিশোর।
নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থন করেছে নীতীশ কুমারের দল। কিন্তু শুরু থেকে ওই আইনের বিরোধিতায় সোচ্চার। সেখান শুরু দ্বন্দ্ব। প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করেছেন নীতীশ কুমার।
সামনেই বিহারের বিধানসভা ভোট। তবে কি এবার শিবির বদল করবেন নির্বাচনী রণনীতিকার? প্রশান্তের ঘনিষ্ঠরা বলছেন, অনেকেই যোগাযোগ রাখছেন। তবে উত্সাহ দেখাচ্ছেন না প্রশান্ত।
দিল্লিতে অরবিন্দ কেজরীবালকে জেতানোয় বড় ভূমিকা রয়েছে প্রশান্তের। তবে আম আদমি পার্টির মতোই বিহারে রাজনৈতিক দল খুলতে চলেছেন পিকে? প্রশান্তের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়,''বিহারে রাজনীতি ছাড়ছি না। পটনায় সব কথা বলব।'' বলে রাখি, মঙ্গলবার পটনায় পৌঁছবেন প্রশান্ত কিশোর।
এদিন আবার পশ্চিমবঙ্গে জেড ক্য়াটগরির নিরাপত্তা পেলেন প্রশান্ত কিশোর। নবান্নের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেছেন,''সরকারি কর্মীদের ডিএ দেওয়ার টাকা নেই। রাজ্য দেনায় ডুবে রয়েছে। মুখ্য়মন্ত্রী নিজেই বলছেন, কোষাগারে টাকা নেই। সেই রাজ্য়ে মানুষের করের টাকায় প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।''