১লা এপ্রিল সবাইকে ‘ফুল’ বানিয়ে চলে গিয়েছিলেন ‘বালিকা বধূ’ প্রত্যুষা ব্যানার্জি

Sun, 01 Apr 2018-10:38 am,

২০১৬-র ১ এপ্রিল। বোকা বানানোর দিনে সবাই যখন একে অপরকে বোকা বানাতে ব্যাস্ত, তখনই শোনা গেল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি।

শুরুতে সবাই খবরটাকে ‘এপ্রিল ফুল’-র মজা মনে করলেও, খানিক পরেই মর্মান্তিক সেই খবরটিই সত্য বলে প্রমাণিত হয়।

কেউ বিশ্বাসই করতে পারছিলেন না ‘বালিকা বধূ’-র সেই আনন্দী কীভাবে মাত্র ২৪ বছর বয়সে সবাইকে ছেড়ে এভাবে চলে যেতে পারল!

জামশেদপুরের বাঙালি পরিবারের মেয়ে প্রত্যুষা। বাবা শঙ্কর এবং মা সোমার একমাত্র মেয়ে। চোখে অনেক স্বপ্ন। তাই খুব কম বয়সে শুধুমাত্র অভিনয়ের টানেই জামশেদপুর ছেড়ে মুম্বই চলে আসেন তিনি।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’-র হাত ধরে কেরিয়ারের শুরু থেকেই সাফল্যের চূড়োয় পৌঁছতে থাকেন উদীয়মান অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি।

এরপর একে একে বিভিন্ন টিভি সিরিয়াল এবং শো-তে দেখা যায় তাঁকে। বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ৭’-এও অংশহগ্রহণ করেন এবং বিপুল জনপ্রিয়তা পান তিনি।

এখানেই শেষ নয়, প্রত্যুষা ব্যানার্জির ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও। কখনও গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ডস তো কখনও বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস।

কম বয়সে সাফল্য পাওয়ার উদাহরণ হয়ে গিয়েছিলেন তিনি। মাত্র ২৪ বছরের জীবনেই প্রত্যুষা ব্যানার্জি যে সাফল্য পেয়েছেন, তা বহু বছর অভিনয় করেও বহু অভিনেতা পান না।

নাচ, গান, অভিনয়, সবেতেই সমান পারদর্শী ছিলেন তিনি।

জীবন শেষ হয়ে গেলেও তিনি যে ভক্তদের মনে আজও থেকে গিয়েছেন, এটাই তো একজন অভিনেতার জীবনের সবথেকে বড় পাওনা। যেখানেই থাকুন, ভালো থাকুন প্রত্যুষা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link