গর্ভবতী মহিলাদের টিকাকরণ জরুরি: ICMR
নিজস্ব প্রতিবেদন: গর্ভবতী মহিলাদের টিকাকরণ জরুরি, এমনটাই জানাল ICMR। দেশে প্রথম ঢেউয়ের তুলনায় করোনায় দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। ১ এপ্রিল ২০২০ থেকে ১৪ মে ২০২১ পর্যন্ত মোট ১ হাজার ৫৩০ জন গর্ভবতী মহিলা কোভিডে আক্রান্ত হন৷ পরিসংখ্যান বলছে করোনায় আক্রান্তে ২ শতাংশের মৃত্যু পর্যন্ত হয়েছে।
কোভিডের কারণে নিউমোনিয়া হচ্ছে অনেকের। যা মা এবং বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। এই সমীক্ষার পর আইসিএমআর থেকে জানান হচ্ছে, যত দ্রুত সম্ভব যেন করোনা টিকা নিয়ে নেন গর্ভবতী মহিলারা।
প্রথম ঢেউয়ের তুলনায় শতাংশের বিচারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ দ্বিতীয় ঢেউয়ে । জটিলতা তৈরির ক্ষেত্রেও প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা শারীরিক জটিলতায় ভুগছেন।
৫.৭ শতাংশ মহিলার ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। এই তথ্যই প্রমাণ করছে গর্ভবতী এবং সন্তান প্রসব করার পর মহিলাদের টিকাকরণ জরুরি, দাবি আইসিএমআরের।
গর্ভবতী মহিলাদের যদি শরীরে কোনও রোগ থাকে এবং তাতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঝুঁকি থাকতে পারে, গত সপ্তাহে তাঁদের টিকা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।