রথযাত্রার দিনই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন Sudipa & Agnidev Chatterjee
প্রত্যেক বছরই সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ঘটা করে আয়োজিত হয় দুর্গোৎসব। প্রতিবার রথের দিন তার কাঠামো পুজো হয়। ১২ জুলাই, সোমবার প্রথা মেনে কাঠামো পুজো করালেন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়।
সোমবার কুমারটুলিতে,পশুপতি রুদ্র পালের workshop’e…পারিবারিক পুজোর কাঠামো পুজো করালেন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়।
কুমারটুলিতে,পশুপতি রুদ্র পালের workshop’e…কাঠামো পুজোর বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়। সুদীপা লিখেছেন, ''দুগ্গা দুগ্গা বলে,শুরু হয়ে গ্যালো বাঙালীর সবচেয়ে বড় উৎসবের সূচনা। দুর্গাপুজার কাঠামো পুজো হয়ে গ্যালো আজ- কুমারটুলিতে,পশুপতি রুদ্র পালের workshop’e… মা আসছেন…''
কাঠামো পুজোর দিন সুদীপাকে দেখা গেল এক্কেবারে ঘরোয়া ছিমছাম পোশাকে, তাঁর পরনে ছিল লাল পাড় সাদা সুতির শাড়ি। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরনে ছিল লাল-সাদা পঞ্জাবি ও সাদা চোস্তা।
এদিন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিল তাঁদের ছেলে ছোট্ট আদিদেব। সেও মা ও বাবার সঙ্গে রং মিলিয়ে লাল পঞ্জাবি সাদা ধুতিতে সেজেছিল। কাঠামো পুজোর সময় কুমারটুলি থেকে ফেসবুক লাইভও করলেন সুদীপা।