Pregnancy Risk: ৩০ পেরিয়ে মা হচ্ছেন? গর্ভাবস্থায় কোন কোন ঝুঁকির মধ্যে পড়তে পারেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০ বছরের ঊর্ধ্বে প্রেগনেন্সিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় মহিলাদের, এবং সেই প্রভাব তাদের শিশুদের উপরেও পড়ে থাকে।
ক্রোমোজোমজনিত সমস্যাগুলি আরও মাথাচাড়া দেয়। তাতে সারাজীবন একটি শিশুকে শারীরিক ও মানসিকভাবে ভুগতে হয়। শিশুর মস্তিষ্কের গ্রোথ না হওয়া।
উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয় । সেক্ষেত্রে সি-সেকশন হওয়ার প্রবণতা বাড়ে।
আর যদি যমজ সম্তানের জন্ম হয়, সেখানে অপুষ্টির শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কোনো মহিলা ডায়াবেটিক না থাকলেও ৩০-এর ঊর্ধ্বে প্রেগন্যান্সিতে 'Gestational' ডায়াবেটিস দেখা দিতে অর্থাৎ সুগার বেড়ে যায়।