৬ গর্ভবতীকে নিয়ে হাজির ধনকুবের, বললেন,`সকলের বাবাই আমি`
নিজস্ব প্রতিবেদন: বিতর্ক ঘিরে থাকে তাঁকে। নাইজেরিয়ার প্রিটি মাইককে ঘিরে আরও একটা বিতর্ক। বন্ধুর বিয়েতে ৬ নারীকে নিয়ে হাজির হলেন মাইক। সকলেই অন্তঃসত্ত্বা। মাইকের দাবি, ৬ নারীর সন্তানের বাবা তিনিই।
বন্ধুর বিয়েতে ৬ মহিলাকে নিয়ে হাজির হন প্রিটি মাইক। সকলেই অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রামে মাইক দাবি করেছেন, এই ৬ জনের সন্তানের বাবাই তিনি। তাঁর মন্তব্য, এটা কোনও কৌশল নয়। বরং জীবন উপভোগ করছেন।
কী করে ৬ জন একসঙ্গে গর্ভবতী হন? সে প্রশ্ন উঠছে। একটি রিপোর্টের দাবি, গতবছর ওই ৬ জনকে বিয়ে করেছিলেন প্রিটি মাইক।
নাইজেরিয়ার লাগোসে নাইট ক্লাব চালান প্রিটি মাইক। বিলাসিতায় দিন কাটে তাঁর। নাইজেরিয়ান প্লে বয় হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।
এর আগে মহিলাদের চেন দিয়ে বেঁধে প্যারেড করিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন মাইক। ডগ চেন দিয়ে মহিলাদের বেঁধে একাধিকবার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন।