Price Hike: বাড়তে পারে ব্যাঙ্ক লোনে সুদ-রান্নার গ্যাসের খরচ, ১ মার্চ থেকে বদল যাচ্ছে পুরনো নিয়ম

Mon, 27 Feb 2023-1:48 pm,

ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল। সামনে মাত্র একমাস। তারপরেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। তবে ১ মার্চ থেকে চালু হচ্ছে সরকারে বেশকিছু নতুন নিয়ম। এত আপনারা মাসিক খরচেও প্রভাব ফেলতে পারে।

ব্যাঙ্ক লোনের সুদের পরিমাণ বাড়তে পারে ১ মার্চ থেকে। কারণ রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সুদের পরিমাণ বাড়ছে। এতে ব্যাঙ্ক লোন ও ইএমআইয়ের উপরে প্রভাব ফেলতে পারে। ফলে চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের। 

মাসের প্রথমেই ঠিক হয়ে যায় এলপিজি, সিএনজি ও পিএনজির দাম। গতবার মার্চে রান্নার গ্যাসের দাম বাড়েনি। তবে এবার মনে করা হচ্ছে দাম বাড়তে পারে এলপিজির।

 

সামনের মাস থেকে বদল হতে পারে ট্রেনের সময় সূচি।  গ্রীষ্ম চলে আসায় সময়সূচি বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। মার্চের প্রথমেই সেই তালিকা প্রকাশ হতে পারে। রেল সূত্রে খবর মার্চ মাসে ৫ হাজার মালগাড়ি ও ১ হাজার যাত্রীবাহী ট্রেনের সময়সূচি বদল হতে পারে।

সম্প্রতি দেশের তথ্প্রযুক্তি আইন বদল করেছে কেন্দ্র। তাই এবার ফেসবুক, ট্যুইটার,ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্লাটফর্ম তাদের নিয়ম বদল করতে পারে। সেইসব নতুন নিয়ে চালু হতে পারে মার্চ থেকেই।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link