Primary TET: `অসুর` মানিককে বধ করছেন দুর্গা! চোখ টানল প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

Tue, 11 Oct 2022-4:41 pm,

কমলাক্ষ ভট্টাচার্য: অসুররূপী মানিক ভট্টাচার্যকে বধ করছেন দুর্গা! মাতঙ্গিনী মূর্তির নীচে প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে ক্যামেরাবন্দি হল এমনই ছবি। চাকরির দাবিতে মাতঙ্গিনী মূর্তির নীচে ধরনা অবস্থান করছেন ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীরা। 

ধরনার আজকে ৫৬ তম দিন। আর আজই সকালে প্রাইমারি টেট দুর্নীতিতে ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। যাতে খুশি আন্দোলনকারীরা। আর তারপরই অভিনব প্রতীকী প্রতিবাদে সামিল হলেন ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীরা। 

 

অসুররূপী মানিক ভট্টাচার্যকে বধ করছেন দেবী দুর্গা। তার আগে অবশ্য ইডি ও পুলিস সেজে মানিক ভট্টাচার্যকে টানতে টানতে দুর্গার পায়ের নীচেও ফেলা হয়। তারপর দুর্গা তাকে বধ করেন। 

তাঁদের এই প্রতীকী প্রতিবাদ প্রসঙ্গে বলতে গিয়ে অসুররূপী মানিক ভট্টাচার্য বলেন, 'আমরা যখন ২ বার ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি পাইনি, তখন দেখা গিয়েছে যে, প্রচুর অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে। আমাদের দাবি, যারা আমরা যোগ্য প্রার্থী, তাঁরা প্রত্যেকে যেন চাকরি পাই।' 

অন্যদিকে দুর্গা বলেন, 'আমরা ৮ বছর ধরে বঞ্চিত। আমরা টেট পাস করেছি। আমরা প্রশিক্ষিত। আমরা প্রকৃতপক্ষেই চাকরির যোগ্য দাবিদার। কিন্তু মানিক ভট্টাচার্যের দুর্নীতির জন্যই টেট ফেল প্রার্থীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন।' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link