Priyanka Chopra Daughter: প্রথমবার প্রকাশ্যে প্রিয়াঙ্কাকন্যা, মালতী মেরিকে আদরে ভরিয়ে দিল নেটপাড়া...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার প্রকাশ্যে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে।
হলিউড ওয়াক অফ ফেম অনুষ্ঠানে সংবর্ধনা পান জোনাস ব্রাদার্স। সেই অনুষ্ঠানেই নিককে চিয়ার করতে দর্শকাসনে হাজির ছিলেন প্রিয়াঙ্কা।
চকলেট রঙের মিডি গাউনে ক্যাজুয়াল লুকে দেখা গেল পিগি চোপসকে। নায়িকার কোলে ছিল ছোট্ট মালতী মেরি।
মালতী মেরির পরনে সাদা সোয়েটার ও মাথায় ম্যাচিং হেয়ার ব্যান্ড।মিষ্টি মালতী মেরির ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়াঙ্কাকন্যাকে আদরে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘বাবার মতোই দেখতে মেয়েকে’।