শীঘ্রই বিয়ে? নিকের সঙ্গে আলাপ জমাতে ডিনারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন পপ তারকা নিক জোনাসের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে নিক যে বেশ সিরিয়াস তা তাঁর মুম্বই সফরেই বোঝা যাচ্ছে।
মূলত প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতেই নিক জোনাস মুম্বইতে এসেছেন বলে জানা গিয়েছে। নিকের আগমণ উপলক্ষে মুম্বইয়ের বাড়িতে প্রিয়াঙ্কা একটি চোখ ঝলসানো পার্টির আয়োজন করবেন বলে খবর। এবং সেখানেই চোপড়া পরিবারের সবার সঙ্গে নিকের পরিচয় করিয়ে দেওয়া হতে পারে বলেও খবর।
বিশেষ ওই পার্টির দিনই মধু চোপড়া প্রিয়াঙ্কার বিয়ের দিন তারিখ স্থির করে দেবেন কি না, সে বিষয়েও শুরু হয়েছে জোর জল্পনা।
শুক্রবার রাতে মেয়ে প্রিয়াঙ্কার বিদেশি বয়ফ্রেন্ড নিককে নিয় ডিনারেও যান মধু চোপড়া। আর সেটাও পাপারাৎজির নজর এড়ায় নি।
ডিনারে গিয়েও নিক ও প্রিয়াঙ্কাকে হাত ধরেই হাটতে দেখা যায়। প্রিয়াঙ্কার বিষয়ে নিক অন্ত্যন্ত অনুভূতিপ্রবণ বলে জানিয়েছেন মার্কিন পপ তারকার দাদা। পাশাপাশি প্রিয়াঙ্কা যাতে বাকি জীবনটা নিকের সঙ্গেই কাটান, ঘনিষ্ঠদের কাছে সেই আশাও প্রকাশ করেছেন নিক জোনাস।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বলেন, শিশুদের তিনি খুব ভালবাসেন। নিজের সন্তান চান তিনি। সেই কারণে আগামী ১০ বছরের মধ্যে নিজের সন্তানকে কাছে চান বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।