নিক ছোট ১০ বছরের, বিয়ের ২ বছর পর মুখ খুললেন Priyanka Chopra
২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে প্রিয়াঙ্কা-নিকের রাজকীয় বিয়ের আসর
রাজস্থানের উমেদ ভবনে নিক-প্রিয়াঙ্কার বিয়ে আসরের পর দিল্লি এবং মুম্বইতে বসে তাঁদের রিসেপশন। রিসেপশনের পর মার্কিন মুলুকে উড়ে যান পিগি। বিয়ের পর বেশিরভাগ সময় মার্কিন মুলুকে কাটালেও, শ্যুটিংয়ের জন্য মাঝে মধ্যেই ভারতে হাজির হন পিগি। এসবের মাঝেই এবার নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন প্রিয়াঙ্কা। পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্যই মার্কিন মুলুক ছেড়ে পিগি ইংল্যান্ডে রয়েছেন। এসবের মাঝেই এবার নিক জোনাসের সঙ্গে বিয়ে এবং তাঁর সঙ্গে বয়সের তফাৎ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, বয়সের তফাৎ কখনও তাঁর এবং নিকের সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দঁড়ায়নি। নিকের সঙ্গে বিয়ের পর থেকে তিনি খুশি রয়েছেন বলেও জানান প্রিয়াঙ্কা
পাশাপাশি বিয়ের পর থেকে তিনি এবং নিক একে অপরের ভাল লাগার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। একে অপরের ভাল লাগা, মন্দ লাগার বিষয়টি সামলে নিয়ে চললে, কখনওই অসুবিধা হওয়ার কথা নয় বলেও জানান প্রিয়াঙ্কা
পাশাপাশি নিক জোনাস এবং তাঁর সম্পর্কের মাঝে বয়সের পাশাপাশি তাঁদের সংস্কৃতিও কখনও বাঁধা হয়ে দাঁড়ায়নি বলে স্পষ্ট জানান প্রিয়াঙ্কা চোপড়া
মার্কিন পপ তারকা নিকে জোনাসের সঙ্গে বয়সের তফাৎ থাকলেও, তাঁরা যে খুশি রয়েছেন, তা স্পষ্ট করে দেন প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাওয়ের পরবর্তী সিনেমা হোয়াইট টাইগারের ট্রেলার। যে ট্রেলার মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কার ভূয়ষী প্রশংসা করেন অভিনেত্রীর শ্বশুরমশাই