Priyanka, Sonakshi, থেকে Norah, পঞ্জাবি গানের ভিডিয়োতে ঝড় তুলেছেন যে বলি ডিভারা
হানি সিং-এর 'লাভ ডোজ' থেকে 'গাল বন গয়ি' সহ একাধিক পাঞ্জাবি গানের মিউজিক ভিডিয়োতে অভিনয় করেন বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।
বলিউডের জনপ্রিয় ছবি 'ABCD'- খ্যাত লরেন গটলিয়েব, যিনি কিনা একজন মার্কিন অভিনেত্রী পাঞ্জাবি মিউজিক ভিডিয়ো 'ডান্স লাইক'-এ অভিনয় করেন।
পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর 'জি কর্দা' গানের ভিডিয়োতে অভিনয় করেন বলি অভিনেত্রী আমাইরা দস্তুর।
একসময় বি-টাউনে ঝড় তোলা 'মার্ডার' অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত-কে দেখা গিয়েছিল পাঞ্জাবি গায়ক সুরজিৎ বিন্দ্রখিয়া-র 'লাক তনু তনু' গানের ভিডিয়োতে।
বলিউড ডিভা, বঙ্গ তনায়া বিপাশা বসুকে দেখা গিয়েছে পাঞ্জাবি গায়ক সুখবীর-এর 'সৌদা খারা খারা'-র অরিজিনাল মিউজিক ভিডিয়োতে।
পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর 'নাহ গোরিয়ে' গানের ভিডিয়োতে দেখা গিয়েছিল নোরা ফতেহিকে।
হানি সিং-এর সঙ্গে জুটি বেঁধে পাঞ্জাবি গানের মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। জনপ্রিয় পাঞ্জাবি গান 'দেশি কলাকার' গানের ভিডিয়োতে দেখা গিয়েছিল সোনাক্ষীকে।
একসময় বলিউডের 'ডিম্পল কুইন' বলে পরিচিত প্রীতি জিন্টাকে দেখা গিয়েছিল পাঞ্জাবি গান 'কুড়ি কুরমুরি' মিউজিক ভিডিয়োতে। তবে প্রীতি এই মিউজিক ভিডিয়োর জন্য শ্যুটিং করেননি, 'সোলজার' ছবির কিছু অব্যবহৃত ফুটেজ এই গানে ব্যবহার করা হয়েছিল।
প্রাক্তন মিস ওয়ার্ল্ড, বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলেই পরিচিত। অনেকেই হয়ত জানেন না কেরিয়ারের শুরুর দিকে দালের মেহেন্দির 'সাজন মেরে সতরঙ্গিয়া' মিউজিক ভিডিয়োতে অভিনয় করেন।