হাতে হাত, নিকের সঙ্গে `রোকা`য় লাজবতী প্রিয়াঙ্কা

Sat, 18 Aug 2018-7:30 pm,

আংটি বদল হয়ে গিয়েছে আগেই, তবে আনুষ্ঠানিক ভাবে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান হচ্ছে ১৮ অগস্ট শনিবার।

প্রিয়াঙ্কা নিকের বাগদান ঘিরে সেজে উঠেছে প্রিয়াঙ্কার জুহুর বাড়ি।

ছেলের বাগদানের অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবারই মুম্বইয়ে হাজির হয়েছেন নিকের বাবা-মা। তাঁদের হাতে ছিল নামী অলঙ্কার বিপণীর ব্যাগ, মনে করা হচ্ছে ওই ব্যাগে প্রিয়াঙ্কার জন্য রয়েছে বিশেষ উপহার। 

শনিবার বাগদান অনুষ্ঠানের আগে শুক্রবার অবশ্য বি-টাউনের বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ পার্টি দিয়েছিলেন প্রিয়াঙ্কা, সেখানে দেশি গার্লের হাতে জ্বলজ্বল করছিল নিকের পরানো আংটি।

পার্টিতে হাজির ছিলেন নিকে বাবা-মাও।

মেয়ের বাগদান অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।

শনিবার দিদি প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পরিণীতি চোপড়াও।

শুধু পরিণীতিই নন, প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে ঢুকতে দেখা গেল তাঁর একাধিক আত্মীয়কে।

প্রিয়াঙ্কা-নিকের রোকা অনুষ্ঠানে উপস্থিত অর্পিতা খান শর্মা

রোকা অনুষ্ঠান শেষে একসঙ্গে ছবি তুললেন প্রিয়াঙ্কা ও নিকের পরিবার।

পাঞ্জাবি রীতি মেনেই শনিবার প্রিয়াঙ্কা নিকের 'রোকা'র অনুষ্ঠান হয়। এই রোকা হল বাগদান অনুষ্ঠানের আগে বিশেষ আশীর্বাদের অনুষ্ঠান।

প্রিয়াঙ্কা-নিকের রোকার জন্য পুরোহিতকে পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে ঢুকতেও দেখা যায়, শনিবার সকালে।

রোকার অনুষ্ঠানে হলুদ চুরিদার-কুর্তায় সেজেছিলেন প্রিয়াঙ্কা, আর সাদা পাঞ্জাবি-চোস্তায় দেখা গেল নিককে। 

প্রিয়াঙ্কা নিক দুজনকেই এদিন বেশ হাসি-খুশি মেজাজেই দেখা গেল।

রোকা অনুষ্ঠান শেষে প্রিয়াঙ্কার গালে আলতো চুম্বন নিকের।

শনিবার সকালে ১০ থেকে পাঞ্জাবি রীতি-নীতি মেনেই শুরু হয় 'রোকা' অনুষ্ঠান। মহাদেব শিবের মূর্তির সামনে বসে চলে পুজো। এদিনের অনুষ্ঠানে ভারতীয় পোশাকে সেজে ছিলেন নিকের বাবা-মাও।

রোকা অনুষ্ঠান চলাকালীন এক্কেবারে ভারতীয় নারীর লাজবতী দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে।

পাঞ্জাবি রীতিতে রোকার সমস্ত অনুষ্ঠানে বাধ্য ছেলের মতোই বসেছিলেন  দেশি গার্ল-এর বিদেশি বর নিক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link