পথ শিশুদের হাতে বই-খাতা, পেন্সিল, দুধ সহ প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন প্রিয়াঙ্কা
পথশিশুদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁদের হাতে তুলে দিলেন স্লেট পেন্সিল, বই-খাতা, চকোলেট, দুধ, স্যানিটাইজার সহ আরও বেশকিছু প্রয়োজনীয় জিনিসপত্র।
সল্টলেকের ফুটপাতে পথশিশুদের নিয়ে একটি পাঠশালা চালান শেখ রাহানাতুল্লা নামে এক ব্যক্তি।
সম্প্রতি শেখ রাহানাতুল্লার সেই স্কুলের বিষয়টি এক ব্যক্তির নজরে আসে। তিনিই বিষয়টিকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন।
সেই পোস্ট দেখে শেখ রাহানাতুল্লা স্কুলের শিশুদের সাহায্যের জন্য নিজেই এগিয়ে আসেন প্রিয়াঙ্কা সরকার।
প্রিয়াঙ্কা সরাসরি তাঁর সহযোগীর মাধ্যমে শেখ রাহানাতুল্লা সঙ্গে যোগাযোগ করেন।
এই কঠিন পরিস্থিতিতে ফুটপাথে ও বস্তিতে জীবনযাপন করা অসহায় অবহেলিত সুবিধা বঞ্চিত ওই শিশুগুলির জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেন।
সেই মতো শেখ রাহানাতুল্লার (রানা) সঙ্গে অভিনেত্রী ফোনে কথা বলেন। তারপর তিনি বেশকিছু প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করে দেন।
শিশুদের জন্য স্লেট, পেন্সিল, বই-খাতা, চকোলেট, দুধ, স্যানিটাইজার সহ আরও বেশকিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন প্রিয়াঙ্কা।
পথশিশুদের পরিবারের জন্য বর্ষায় তাঁদের অত্যন্ত দরকারি বেশকিছু ত্রিপল তাঁদের হাতে তুলে দেন।
প্রসঙ্গত, শেখ রাহানাতুল্লা নামে ওই ব্যক্তি আলোর দিশারী বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান, তাঁদের তরফেও প্রিয়াঙ্কা শুভেচ্ছা সংবর্ধনা জানানো হয়।