Ahalya: গার্হস্থ্য হিংসার শিকার পায়েল! পাশে বনি-প্রিয়াঙ্কা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিমন্যু মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অহল্যা’।
ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার ও বনি সেনগুপ্তকে।
গার্হস্থ্য হিংসা ও ছোট বাচ্চার উপর তার প্রভাব, এরকমই সেনসেটিভ বিষয় নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য।
ছবিতে পায়েলকে দেখা যাবে গৃহবধূর চরিত্রে। সম্প্রতি শুরু হয়েছে ছবির শ্যুটিং।
বনি এই ছবিতে একজন জিম ইন্সট্রাকটর।
একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে।