`শুধু জলের জন্য`, জল ও নদী সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে সামিল প্রিয়াঙ্কা
পানীয় জলের সংকট ক্রমাগত প্রকট হচ্ছে। যার জন্য মানুষই অনেকটাই দায়ী।
জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বাঘাযতীন তরুণ সংঘ। যে উদ্যোগের নাম রাখা হয়েছিল ''শুধু জলের জন্য''।
জল ও নদী সংরক্ষণের জন্য সচেতনতার জন্য বাঘাযতীন তরুণ সংঘের এই প্রয়াসের ট্যাগ লাইন ছিল 'সেভ ওয়াটার, সেফ লাইফ'।
জল সংরক্ষণ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এদিন বাঘাযতীন তরুণ সংঘের তরফে একটি বিশেষ সাইকেল র্যালিরও আয়োজন করা হয়।
জল সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে বাঘাযতীন তরণ সংঘের এই বিশেষ উদ্যোগে প্রিয়াঙ্কা ছাড়াও সামিল হয়েছিলেন সম্রাট মল্লিক। যিনি কিনা আগেই জল সংরক্ষণ নিয়ে বার্তা দিতে প্রায় ৩হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়েছেন। সাইকেল নিয়েই ঘুরেছেন দেশের বিভিন্ন প্রান্তে।
জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে বাঘাযতীন তরুণ সংঘের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় মহিলারাও।