সায়েন্স সিটিতে বহু পুরনো টাইম মেশিনের নতুন করে উদ্বোধন টিম প্রফেসর শঙ্কুর
আগামী কাল অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে SVF-এর প্রযোজনায় সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি ছবি 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো'
ছবি মুক্তির আগে বুধবার সায়েন্স সিটিতে পুরনো দুটি টাইম মেশিনের নতুন করে উদ্বোধন করে টিম 'প্রফেসর শঙ্কু'।
এদিন টাইম মেশিনের উদ্বোধনে ছিলেন পরিচালক সন্দীপ রায়, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, এডুয়ার্ডো মুনিজ এবং প্রফেসর শঙ্কু ও এল–ডোরাডো ছবির অন্যান্য কলাকুশলীরা।
বড়দিনের ছুটিতে সায়েন্স সিটিতে এবার অন্যতম আসল আকর্ষণ হতে চলেছে এই দুটি টাইম মেশিন। এই টাইম মেশিনে বসেই আপনিও পৌঁছে যেতে পারেন অতীতে। জানতে পারেন অতীতেন নানান কিছু। যার টিকিটের মূল্য মাত্র ২০ টাকা।
তবে শুধু টাইম মেশিনই নয়, ছবির প্রচারে এদিন সায়েন্স সিটি চত্ত্বরের আকাশে 'প্রফেসর শঙ্কু'র নামাঙ্কিত বেলুনও উড়তে দেখা যায়।
এই 'স্কাই বেলুন'-এর উদ্বোধন করে 'টিম প্রফেসর শঙ্কু'