প্রাপ্য এরিয়ারের মেটানোর দাবিতে আন্দোলনে অধ্যাপকরা, বয়কট করলেন ক্লাস
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : প্রাপ্য এরিয়ার মিটিয়ে দেওয়ার দাবিতে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল ও বুধবার ক্লাস বয়কটের ডাক দিয়েছেন অধ্যাপকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ২০২০ থেকে অধ্যাপকদের ইউজিসির সপ্তম পে-স্কেল অনুসারে বেতন দেওয়া হবে। (যাদবপুর বিশ্ববিদ্যালয়)
কিন্তু অধ্যাপকদের বক্তব্য, এই পে-স্কেলটি তাঁদের ২০১৬ থেকে পাওয়ার কথা। তাই ২০১৬ থেকে ২০১৯, এই চার বছরের এরিয়ার তাদের দিতে হবে। (যাদবপুর বিশ্ববিদ্যালয়)
অধ্যাপকদের অভিযোগ, এই দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়েই দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে।
এরপর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তারমধ্যেও যদি সরকারের কাছ থেকে কোনও উত্তর পাওয়া না যায়, তাহলে জানুয়ারি মাসে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অধ্যাপকরা।
আজ ও কাল রাজ্যজুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে অধ্যাপকদের বিভিন্ন সংগঠন।
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে চোখে পড়ে ফাঁকা ক্লাসরুমের ছবি। ফাঁকা প্রফেসর ডেস্ক, ফাঁকা বেঞ্চ।
শুধু কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয় নয়, জেলাতেও একইরকমভাবে ক্লাস বয়কট করছেন অধ্যাপকরা।