৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

Sat, 24 Mar 2018-4:56 pm,

২০০৯ সালের ৩ মার্চ, করাচির গদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসের ওপর হামলা চালায় জঙ্গিরা। সেদিন ক্রিকেটারদের মাঠ থেকে হেলিকপ্টারে করে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর  থেকেই পাকিস্তানে নিষিদ্ধ হয় আন্তর্জাতিক ক্রিকেট। ৯ বছর পর আবার আইসিসি-র থেকে আন্তর্জাতিক ম্যাচ করার অনুমতি পেয়েছে পাকিস্তান। তারই মহড়া এবার হবে পিএসএলে। 

২০০৯ সালের পর আবার গদ্দাফি স্টেডিয়ামে বসতে চলেছে ক্রিকেটের আসর। ৯ বছর পর ২৫ মার্চ, রবিবার পাকিস্তান সুপার লিগের ফাইনাল হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

 

পিএসএলের ফাইনালে রবিবার সংস্কার হওয়া গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমি।

 

কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম চত্বর।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link