আজ থেকে শুরু দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগান্তির আশঙ্কা
আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।
ব্যাঙ্ক কর্মীদের বেতন, সপ্তাহে পাঁচ দিন কাজ-সহ কয়েকটি দাবিকে সামনে রেখেই চর্চা চলছে কয়েকদিন ধরে।
কিন্তু সমাধান সূত্র বের না হওয়ায় ধর্মঘট ডেকেছে অফিসার্স কনফেডারেশন।
সারা ভারতের সরকারি ব্যাংকের ওপর এই ধর্মঘটের প্রভাব পড়লেও, প্রভাব পড়বে না বেসরকারি ব্যাংক গুলির ওপর।
ইতিমধ্যে অনেক ব্যাঙ্কই তাদের গ্রাহকদের এই ধর্মঘট সম্পর্কে অবগত করে দিয়েছে।
এআইবিওসি-র ডাকে দুদিন ব্যাঙ্ক ধর্মঘট চলছে।
ধর্মঘটের মাঝে মাসের শেষ শনিবার, রবিবার এবং বড়দিনের ছুটি পড়ে যাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
মানে জরুরি প্রয়োজনে টাকা তুলতে ভরসা সেই এটিএম।