PUBG খেলতে খেলতে বেহুঁশ, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ যুবকের
PUBG খেলতে খেলতে বেহুঁশ হয়ে গিয়েছিলেন। তখনই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের। শনিবার এই ঘটনা মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার।
মুম্বই থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জেলার কথাকলি বাইপাসে শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের নাম নাগেশ গোরে (২৪) ও স্বপ্নিল অন্নপূর্ণে (২২)। রেল লাইনের পাশে দাঁড়িয়ে PUBG খেলছিল তারা। তখনই হায়দরাবাদ থেকে আজমেঢ়গামী ট্রেন ধাক্কা মারে তাদের। রাতে দেহগুলি দেখতে পান স্থানীয়রা। গভীর রাতে রেল পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে।
ইতিমধ্যে ভারতসহ বিভিন্ন দেশে PUBG নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে। যুবসমাজ এই গেমে আসক্ত হয়ে অস্বাভাবিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন অনেকে। ইতিমধ্যে রাজকোট-সহ গুজরাটের একাধিক শহরে নিষিদ্ধ হয়েছে এই গেম।