ভারতে PUBG ব্যান! চিনের লোকসানের অঙ্ক কত! জেনে নিন
ভারতের Ministry of Information Technology ১১৮টি অ্যাপস্ ব্যান বলে ঘোষণা করেছে। যার ফল ভারতের বাজার ব্যবসায়িক ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেয়েছে চিন।
১১৮টি অ্যাপস ব্যান করায় চিনের প্রশাসন প্রতিক্রিয়া দিয়েছে। তারা ভারত সরকারের এই পদক্ষেপ ভুল বলে ব্যাখ্যা করেছে। চিনের বাণিজ্য মন্ত্রকের প্রধান গাও ফেং জানিয়েছেন, ভারতের এই পদক্ষেপ চিনের বিনিয়োগকারী ও সার্ভিস প্রোভাইডার-দের ব্যাপক ক্ষতির মুখে ফেলবে।
যে ১১৮ টি অ্যাপস ব্যান করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ সংস্থার মূল বিনিয়োগকারী চিনা সংস্থা। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে চিন।
২০২০ পর্যন্ত পাবজি গেম-এ চিনের গ্লোবাল রেভিনিউ প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে গোটা বিশ্বের মধ্যে ভারতে পাবজির বাজার সব থেকে বেশি।
জানা গিয়েছে ভারতে পাবজি ব্যান হওয়ায় চিনের প্রায় ৮.৪ কোটি ডলার লোকসান হয়েছে। কারণ ভারতে পাবজি ডাউনলোড গোটা বিশ্বের মধ্যে ২৪ শতাংশ। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতে পাবজি ব্যান হওয়ার ফলে ডিজিটাল সিকিউরিটি অনেক বেড়ে যাবে এবার।