PUBG খেলেন? লক্ষ্মী পুজোর দিন আপনার জন্য মন খারাপ করা খবর

Fri, 30 Oct 2020-11:42 am,

ভারতে PUBG গেম বন্ধ। এই খবর পুরনো। সরকারের তরফে এমনটা জানানো হলেও আখেরে এদেশে পাবজি ব্যান হয়নি। বহু গেমার পাবজি খেলছিলেন বিনা বাধায়।

 

এবার অবশ্য ভারতীয় গেমারদের জন্য খারাপ খবর। আজ, অর্থাত্ ৩০শে অক্টোবর থেকে ভারতে পাবজি ও পাবজি লাইট পুরোপুরি বন্ধ। আজ থেকে আর গেমাররা পাবজি মোবাইল অ্যাপ অ্যাকসেস করতে পারবেন না।

Tencent Games-এর তরফে জানানো হয়েছে, আজ থেকে ভারতে পাবজি ও পাবজি লাইট-এর সার্ভিস বন্ধ করা হবে। 

জানা গিয়েছে, APK ইনস্টল করলেও আজ থেকে এই গেম ভারতীয় গেমাররা খেলতে পারবেন না।

চিনকে শায়েস্তা করতে ভারত সরকার এদেশে চিনা দ্রব্য ও অ্যাপ-এর উপর লাগাম টানতে চাইছে। আর তার ফলে পাবজি গেমসহ আরও অনেক অ্যাপ-এর উপর সরকার কোপ পড়েছিল। ভারতে পাবজি-র বিশাল বাজার। সেই বাজার এক ধাক্কায় নষ্ট হলে সংস্থাটিকে বড় ক্ষতির মুখে পড়তে হবে, বলাবাহুল্য।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link