পুজোর মুখেই ঘণ্টায় ২০০ কিমি বেগে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলায়!

Sukhendu Sarkar Sun, 07 Oct 2018-12:33 pm,

#  পুজোর মুখে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে।

# আগামী ১১ অথবা ১২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগণার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে সে দেশে। (সৌজন্যে -সিএন)

# এর জেরে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ওড়িশা, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনা।

# ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

 

# বর্তমানে আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী ১২ ঘন্টার মধ্যে সেটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিনত হবে।

 

# ঘন্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়টি।

# হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলর্বতী এলাকা বিশেষ করে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা যেতে পারে।

# মার্কিন আবহাওয়া দফতরের মাপকাঠি অনুযায়ী, এটি ক্যাটেগরি ২ নিম্নচাপে পরিনত হতে পারে বলে পূর্বাভাস।

# সমুদ্রে ৩২ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাস।

# ১৩ অক্টোবর পর্যন্ত মত্সজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link