Puja Fashion: হাতে গ্লাভস-ব্যাট, পরনে লাল পাড় সাদা শাড়ি, পুজোর ভূষণে অভিনব ফ্যাশন
হাতে গ্লাভস পরে, সঙ্গে ব্যাট। পরনে লাল পেড়ে শাড়ি। পুজোয়ে এমন অভিনব ফ্যাশন দেখা গেল গেল দক্ষিণাপণে। বার্তা জিন্স ছাড়ো শাড়ি পরো। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
ক্রিকেটের মোড়কে শাড়ির বিজ্ঞাপন? -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
মধ্যপ্রদেশ সরকারের বিপনি মৃগনয়নী-র কে কে চ্যাটার্জি বলেন , " এই প্রজন্মের কাছে শাড়ি কি গুরুত্ব হারাচ্ছে? আমাদের সার্ভে তাই বলছে। সেই কারণে আমরা ক্রিকেট বিশ্বকাপকে হাতিয়ার করে পুজোর সময় নিজেদের ঐতিহ্যের পোশাক শাড়িকে একটু তুলে ধরলাম।" -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
মডেল কন্যাদের কথায়, "কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাচ্ছি না। পুজোও চাই। ক্রিকেটও চাই। তাই দুটোই পরেছি। শাড়ি আর হেলমেট।" -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
আরেক মডেলকন্যা বলেন , "মেয়েদের বিশ্বকাপ এখন জনপ্রিয়। আমরা নারী। আমরা পারি। আমার প্রিয় পোশাক শাড়ি।" -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য