কৌশিকী অমাবস্যা! দিনে ৪ বার বস্ত্রালঙ্কার বদল, ভোগে পোলাও-পায়েস-মিষ্টি...
লেক কালীবাড়ি কলকাতার রবীন্দ্র সরোবরে। এটি ঢাকুরিয়া লেক নামেও পরিচিত। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)
রাস্তা ধরলে বলতে হয় সাউদার্ন অ্যাভিনিউ-এ অবস্থিত এই কালীমন্দির। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)
১৯৪৯ সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)
মন্দিরটির পোশাকি নাম 'শ্রীশ্রী ১০৮ করুণাময়ী কালীমাতা মন্দির'। মন্দিরে প্রতিষ্ঠিত কালীমূর্তিটির নাম 'করুণাময়ী কালী'। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)
কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত এক মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)
মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন। দিনটিতে তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)