পূজারাকে বিরাট পুরষ্কার দিতে পারে বিসিসিআই, হতে পারেন কোহলির সমকক্ষ
অস্ট্রেলিয়া সিরিজে তিনটি শতরান হাঁকিয়ে দারুণভাবে ফিরে এসেছেন চেতেশ্বর পূজারা। কোহলিকেও ছাপিয়ে গিয়েছে এই ডানহানি ব্যাটসম্যান।
সিরিজে চেতেশ্বর পূজারা সাতটি ইনিংসে করেছেন ৫২১ রান। গড় ৭৪.৪২। রয়েছে তিনটি শতরান। অস্ট্রেলিয়ায় প্রথমবার সিরিজ জেতার নেপথ্যে তাঁর অনেকটাই অবদান। আর সে কারণে পূজারাকে বড় পুরষ্কার দিতে চলেছে বিসিসিআই।
পূজারা বর্তমানে এ গ্রেডে রয়েছে। ক্রিকেটারদের এ, বি, সি ও ডি গ্রেডে ভাগ করেছে বিসিসিআই। এ প্লাস গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও শিখর ধবন।
বলে রাখি, এ প্লাস শ্রেণির ক্রিকেটাররা পান বার্ষিক ৭ কোটি। এ শ্রেণির ক্রিকেটাররা পান ৫ কোটি। পূজারাকে এ প্লাস শ্রেণিতে আনা হলে যুব ক্রিকেটারদের কাছেও বার্তা যাবে বলে ধারণা এক বিসিসিআই কর্তার।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানালেন, পূজারার দারুণ ব্যাটিংয়ের পুরষ্কার পাওয়া উচিত। নিয়মের অদলবদল ঘটিয়ে তাঁকে এ প্লাস শ্রেণিতে আনার ব্যবস্থা করা হতে পারে।
সূত্রের খবর, নির্বাচন কমিটির প্রধান এমএসকে প্রসাদ, অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সামনে প্রস্তাব রাখতে পারেন প্রশাসক সমিতির (COA) প্রধান বিনোদ রাই।