পুজোয় হাসিনা সরকারের উপহার, পদ্মার ১২ টন ইলিশ ঢুকল বাংলায়
জানানো হয়েছিল আগেই সেই মতোই। বাংলাদেশ থেকে পুজোর উপহার হিসেবে বাংলায় ঢুকল পদ্মার ইলিশ।
সোমবার সন্ধেতে প্রথম পর্যায়ে ১২ টন ইলিশ ঢুকলপেট্রাপোল বন্দর দিয়ে।
২০১২ সালে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে এবার রাজ্যে ইলিশ রফতানির জন্য বিশেষ অনুমতি দিল হাসিনা সরকার।
সারা বছর পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। স্বাদে ও ওজনে দুটোই এপারের বাঙালিকে বরাবর টানে পদ্মার ইলিশ।
আগের বছর শেষ এসেছিল ইলিশ। দীর্ঘ এক বছর পর ইলিশ আসল বলে জানালেন আমদানিকারিরা। কাজেই পদ্মার ইলিশে সেই সাধ পূরণ হবে বলেই আশা ভোজন রসিক বাঙালির