বৃষ্টিকে তোয়াক্কা না করেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত শহরবাসী
পুজোর আগে আজই শেষ রবিবার। হাতে আর একেবারেই সময় নেই। অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটিতে কার্যত মেজাজ খারাপ করেছে শহরবাসী। কেটাকানাও বিস্তর বাকি।
তবু এসব পরোয়া না করেই শেষ মুহূর্তের কেনাকাটায় বেরিয়ে পড়েছেন সকলেই। হাতিবাগান থেকে নিউমার্কেট বা গড়িয়াহাট।
ছবিটাই বলে দিচ্ছে আমোদ প্রিয় শহরবাসীকে আটকায় সাধ্য নেই কারও। ছাতা নিয়ে বেরিয়েই কার্যত চেকলিস্ট মিলিয়ে নিচ্ছেন তাঁরা।
একেবারেই সময় নষ্ট করতে চাননা কেউ। নেই বাড়তি কথা বলারও সময়। সবমিলিয়ে আপতত তিল ধারণেরও সময় নেই। এগিয়ে চলেছেন সকলে। বেছে নিচ্ছেন পছন্দের জিনিষ।
পাল্লা দিয়ে চলছে খাওয়া-দাওয়া। পুজোর যে আর বেশি দেরি নেই তা বলে দিচ্ছে চারপাশের ছবিটাই। নেমেছে মানুষের ঢল। অনেকেই যাকে ঠাকুর দেখার ভিড় ভেবেও ভুল করতে পারেন অনেকেই।
কাজেই বৃষ্টি যে শহরবাসীর প্রাণের উৎসবের আনন্দ এতটুকু জল ঢালতে পারেনি। তা স্পষ্ট