Pujor Fashion: জি ২৪ ঘণ্টার ফটোশ্যুটে হাস্যে লাস্যে নজরকাড়া Sohini Sarkar, দেখুন ছবি

Wed, 29 Sep 2021-7:33 pm,

নিজস্ব প্রতিবেদন: নিজেকে ফিট রাখতে জিম নয়, নায়িকা সোহিনী সরকারের প্রথম পছন্দ যোগব্যায়াম।

করোনা অতিমারিতে নিজেকে ফিট রাখা প্রয়োজন। পাশাপাশি সামনেই পুজো, নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়ার পালা। তাই পুজোর আগে নিজেকে সুস্থ রাখতেই যোগেই ভরসা রেখেছেন অভিনেতা। 

ষষ্ঠী মানেই পুজো শুরু আর প্রথমদিন এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘোরার জন্য সোহিনী বেছে নিয়েছে পার্টিওয়্যার কুর্তি ও লেগিংস। 

হট পিঙ্ক কালারের সিল্কের কুর্তির উপর গোল্ডেন সুতোর কাজ, সঙ্গে গোল্ডেন লেগিংস। সবমিলিয়ে সোহিনীর ষষ্ঠী লুক জমজমাট। 

সপ্তমীতে সোহিনীর পছন্দ ইন্দোওয়েস্টার্ন। 

সাদা রঙের স্কার্টের উপর মাল্টিকালার ফুলের প্রিন্ট, সোহিনীর টপেও রয়েছে চমক। 

অষ্টমী মানেই শাড়ি। তাই অঞ্জলির জন্য শাড়িই বেছে নিয়েছেন অভিনেতা। 

অষ্টমীর জন্য সোহিনী বেছে নিয়েছে একটি হাফ অ্যান্ড হাফ শাড়ি। একটা হাফ নীল রঙের আর অন্য হাফটি সাদার উপর মাল্টি কালারের ফুল,সঙ্গে জড়ির পাড়। এই শাড়ির সঙ্গে সোহিনী বেছে নিয়েছেন ডিজাইনার ব্লাউজ, গোল্ডেন গয়না। 

নবমীতে নায়িকার পছন্দ শাড়ি, তবে শাড়িতে রয়েছে টুইস্ট। শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন বেল্ট। 

তবে নবমীর রাত হলেও সোহিনীর পছন্দ হালকা রঙের সিফন শাড়ি। জমকালো লুকের জন্য শাড়ির জন্য তিনি বেছে নিয়েছেন পোলকা জুয়েলারি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link