দীপাবলীতেই ভারতে আসছে Bajaj Pulsar NS 125

Tue, 09 Jul 2019-1:47 pm,

চলতি বছরের শেষেই ভারতে লঞ্চ হবে Bajaj Pulsar NS 125। ইতিমধ্যে এশিয়ার বেশ কিছু দেশে এই বাইক বাজারে এসে গিয়েছে। এই বাইকটি Bajaj-এর সবচেয়ে কম সিসি-এর বাইক হবে।

Pulsar NS 125-এর লুকসে Pulsar NS 160-এর প্রভাব রয়েছে। তার সঙ্গে পুরানো Pulsar LS 125-এর বডির ডিজাইনের সঙ্গে মিলও পাওয়া যাচ্ছে। থাকছে 'V' শেপের LED হেডলাইট। ফুয়েল ট্যাঙ্কের পাশে বিকিনি ফেয়ারিং থাকছে বাইকে। আন্তর্জাতিক বাজারে ক্লিপ-অন হ্যান্ডেল মিললেও ভারতে দাম কম রাখতে সেই ফিচার না থাকারই সম্ভাবনা বেশি।

 

থাকছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। Pulsar LS 125-এ থাকছে ১২৪.৫ সিসির ইঞ্জিন। মিলবে 13 BHP এবং 11 NM টর্ক। প্রসঙ্গত, Bajaj-এর অন্য বাইক Bajaj Discover 125-এও এই একই ইঞ্জিন থাকে। তবে, ডিসকভারের ক্ষেত্রে থাকে 10 BHP এবং 11 NM টর্ক। থাকছে ফাইভ স্পিড গিয়ার বক্স। ফুয়েল ইঞ্জেকশনও থাকছে Pulsar LS 125-এ।  সর্বোচ্চ গতিবেগ: ১০০ কিমি/ঘন্টা ০-৬০ কিমি/ঘন্টা: ৬.৫ সেকেন্ড  মাইলেজ: ৬০ কিমি/লিটার

Pulsar LS 125-এর সামনের চাকায় থাকছে ডিস্ক ব্রেক। পেছনের চাকায় থাকছে ড্রাম ব্রেক। Pulsar LS 125-এ সিঙ্গেল চ্যানেল ABS-ও থাকতে পারে বলে জানা গিয়েছে। 

ভারতের বাজারে লঞ্চ নিয়ে এখনও কিছু জানায়নি Bajaj। তবে, মনে করা হচ্ছে আর কয়েক মাসের মধ্যেই বাজারে এই বাইক আনতে চলেছে সংস্থা। মনে করা হচ্ছে দিওয়ালীর সময়েই ভারতে আসতে পারে এই বাইক। দাম রাখা হতে পারে, ৬৫,০০০ থেকে ৭০,০০০ টাকা(এক্স-শোরুম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link