পুলওয়ামার পথে এনআইএ-এনএসজির বিশেষ তদন্তকারী দল
শুক্রবার পুলওয়ামায় যাচ্ছে এনআইএ ও এনএসজির বিশেষজ্ঞ তদন্তকারী দল। ওই দলে থাকছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ওই জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিসকে সাহায্য করতে শ্রীনগর যাচ্ছে এনআইএর ফরেন্সিক বিশেষজ্ঞরা। তারাও ঘটনাস্থলে যাবেন।
আপাতত বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণে দলা পাকিয়ে যাওয়া বাসটিকে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুণা সংগ্রহ শুরু হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। ঘটনার পরই একটি ভিডিও প্রকাশ করে তা স্বীকার করেছে জইশ।
হামলার পেছনে এখনও মাথা বলে মনে করা হচ্ছে জইশ কমান্ডার আদিল মহাম্মদ দারকে। তার নেতৃত্বেই সাড়ে তিনশো কেজি বিস্ফোরক নিয়ে একটি গাড়ি কনভয়ে বিস্ফোরণ ঘটায়।
প্রসঙ্গত, শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা কমিটির বৈঠক হওয়ার পর শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি সেখানে গোটা তদন্ত প্রক্রিয়ার বিষয়টি দেখবেন।