পুলওয়ামায় জঙ্গি হামলা : পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ ভারতে!
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর থেকে রাগে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে ভারতীয় জনগণ। এরই মাঝে শুরু হল পাকিস্তান প্রিমিয়র লিগ।
এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স। চুক্তি যেহেতু আগেই হয়েছে তাই তা লঙ্ঘন করে বেরিয়ে আসা এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব নয়।
পিএসএলের ভারতীয় সম্প্রচারের দায়িত্বে ছিল ডি স্পোর্টস৷ ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বয়কট করেছে ভারতীয় স্পোর্টস চ্যানেলটি৷
পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে শনিবার থেকে পিএসএল-এর ম্যাচ ভারতে দেখানো বন্ধ করা হয়েছে৷
ভারতে সম্প্রচার বন্ধ হওয়ায় টিভি সম্প্রচারের দিক থেকে মুনাফার ক্ষেত্রে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ জোর ধাক্কা খেল বলা চলে৷