Rajdhani Express: ধাক্বা লাগতেই ইমারজেন্সি ব্রেক! বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস...

Wed, 07 Jun 2023-10:52 am,
Rajdhani Express Accident

মনোরঞ্জন মিশ্র: বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকায়। 

Rajdhani Express Accident

মঙ্গলবার পুরী থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখায় পার হচ্ছিল।

Rajdhani Express Accident

সেইসময় সাঁওতালডি থানার অন্তর্গত সিনেমা হল রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায়। ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে। ট্রাক্টরটিকে স্থানীয়রা ঠেলে সরাবার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। 

ঠিক তখনই রাজধানী এক্সপ্রেস ওই লাইন দিয়ে পার হতে গিয়ে টাক্টরের পিছনে ধাক্কা লাগে। রাজধানীর চালক তৎক্ষণাত ইমারজেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়।

যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। যদিও ট্রেন হঠাৎ থেমে যাওয়ায় ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিস। পরিস্থিতি সামাল দেয় ।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link