রাজধানীতে চড়ে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় কমছে প্রায় দেড় ঘণ্টা!
রাজধানী এক্সপ্রেসে করে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় এ বার কমতে চলেছে।
জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লি যেতে আগের চেয়ে অন্তত দেড় ঘণ্টা সময় কম লাগবে।
জানা গিয়েছে, পুশ-পুল পদ্ধতি কাজে লাগিয়ে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় কমানো সম্ভব হবে।
কী এই পুশ-পুল পদ্ধতি? এই পদ্ধতিতে ট্রেনের সামনে যেমন একটি ইঞ্জিন থাকবে তেমন ট্রেনের শেষেও একটি ইঞ্জিন থাকবে। এ ক্ষেত্রে ট্রেনকে সামনে থেকে যেমন টানা হবে, তেমনই পেছন থেকেও ইঞ্জিনের সাহায্যে ঠেলা হবে।
আপাতত পূর্ব রেলে পুশ-পুল পদ্ধতি কাজে লাগিয়ে রাজধানীর পরীক্ষামূলক দৌড় শুরু হয়েছে।