PV Sindhu to get married: চলতি মাসেই বিয়ের পিঁড়িতে পিভি সিন্ধু! কার গলায় মালা পরাতে চলেছেন অলিম্পিক্স পদকজয়ী...

Tue, 03 Dec 2024-12:03 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, জোড়া অলিম্পিক পদক বিজয়ী জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। 

 

জানা গিয়েছে, ২৯ বছরের পিভি সিন্ধু হায়দরাবাদের পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বিয়ে করতে চলেছেন। উদয়পুরে বসবে বিয়ের আসর। ২২ ডিসেম্বর ফাইনাল ডে অর্থাত্‍ বিয়ের দিন। 

২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে প্রাক-বিবাহ উত্‍সব। বিয়ের অনুষ্ঠান জাঁকজমকভাবে না হলেও সমস্ত রীতিনীতি মেনেই সম্পন্ন হবে সব।

 

পিভি সিন্ধুর পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, হায়দরাবাদে ২৪ ডিসেম্বর রিসেপশনের অনুষ্ঠান আয়োজিত হবে। আরও জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সাবধানতার সঙ্গে পালন করা হবে, কারণ জানুয়ারিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সার্কিটে পিভি সিন্ধুর কামব্যাক করার কথা রয়েছে।

সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছেন, দুই পরিবার একে অপরকে চিনত কিন্তু মাত্র এক মাস আগে সবকিছু ঠিক করা হয়েছে। এত তাড়াতাড়ি সবকিছু আয়োজন করা হয়েছে কারণ জানুয়ারি থেকে তাঁর মেয়ের ব্যস্ত সময়সূচি আছে।

তিনি আরও জানিয়েছেন,  দুই পরিবার ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। পরের মরসুম গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তিনি খুব শীঘ্রই তার প্রশিক্ষণ শুরু করবেন।

সিন্ধু, ভারতের অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ। তিনি পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকের অধিকারী। তাঁর অলিম্পিক সাফল্যের মধ্যে রয়েছে রিও ২০১৬-এ একটি রৌপ্য পদক এবং ২০২০ টোকিওতে একটি ব্রোঞ্জ। সম্প্রতি, সিন্ধু লখনউতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল জিতে শিরোপা খরা শেষ করেছেন , প্রমাণ করেছেন যে তিনি ফর্মে ফিরেছেন এবং আবার লড়াই করতে প্রস্তুত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link