PV Sindhu Marriage: বিয়ে করলেন পিভি সিন্ধু! হলদি, মেহেন্দি, পেলিকুথুরু- একাধিক অনুষ্ঠানের ফোটো প্রকাশ্যে...

Mon, 23 Dec 2024-1:32 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার উদয়পুরের রাফেলে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। ২২ ডিসেম্বর তিনি যে বিয়ের পিঁড়িতে বসছেন সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। 

বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে আয়োজিত হচ্ছে রিসেপশন পার্টি। 

২০ ডিসেম্বর সঙ্গীত হয় এবং পরের দিন হলদি, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠানও হয়েছে বলে সূত্রের খবর। দুই পরিবারই নিজেদের বেশ কিছুদিন ধরে চেনেন বলে জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা। 

সিন্ধুর বাবা আরও জানিয়েছিলেন, জানুয়ারি মাস থেকে তারকা শাটলারের ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ আর নাকি সময়ই পাওয়া যাচ্ছিল না। 

সিন্ধুর স্বামী বর্তমানে পসিডেক্স টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে রয়েছেন। হায়দরাবাদের এই সংস্থা ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সলিশনের ওপর কাজ করে। আইআইটি বেঙ্গালুুরু থেকে বেঙ্কট ডেটা সাইন্স ও মেশি লার্নিংয়ে নিজের মাস্টার্স ডিগ্রি করেছেন ভেঙ্কটা। 

সম্প্রতি, সিন্ধু লখনউতে সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চীনের উ লুও ইউকে পরাজিত করে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) ওয়ার্ল্ড ট্যুরের দুই বছরেরও বেশি সময়ের খরা শেষ করেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link