মাছ ভেবে ভুল, স্কুলের সামনে নালায় উদ্ধার আস্ত অজগর!
জলপাইগুড়ির মালবাজারে স্কুলের সামনে থেকে উদ্ধার হল আস্ত অজগর।
মালবাজার মহকুমার ডনবস্ক স্কুলের সামনে একটি নালাতে মাছ ধরছিলেন কয়েকজন।
সেইসময়ই নালার জলে চোখে পড়ে অজগর সাপটিকে।
অনেকে ভেবেছিলেন মাছ নড়ছে চড়ছে। মাছ ভেবে হাতে তুলতে গিয়েই তারা দেখেন সেটি আসলে অজগর!
অজগর দেখে ভয়ে পালিয়ে যায় সবাই। পরে রাজা আলি ও পুটু ঘোষ নামে স্থানীয় ২ যুবক অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। বন দফতরের হাতে তুলে দেওয়া সাপটিকে।