R Ashwin Retires: আচমকাই অস্তাচলে `আন্না`! রইল কিংবদন্তির সব রেকর্ড, বোলার হয়েও ১২ হাজারের উপর রান!

Wed, 18 Dec 2024-2:31 pm,

৩৮ বছরে 'সাইন অফ' করলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানিয়ে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই তাঁকে আর দেখা যাবে না। ব্রিসবেন টেস্টের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন কিংবদন্তি স্পিনার। 

২০১০ সালের জুনে টি-২০আই ও ওডিআই অভিষেক করা অশ্বিনের, দেশের জার্সিতে লাল বলে হাতেখড়ি হয় ২০১১ সালে। ১৪ বছরের কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় সুপারস্টার। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন অশ্বিন, ১১৬ ওডিআই-তে তাঁর রয়েছে ১৫৬ উইকেট, টি-২০ আই ফরম্যাটে পেয়েছেন ৭২ উইকেট। টেস্টে অশ্বিন করেছেন ৩৫০৩ রান, ওডিআই-তে করেছেন ৭০৭ রান, টি-২০ আই-তে করেছেন ১৮৪ রান। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তিনি ১২৩৫৫ রান করেছেন।

অশ্বিনের আন্তর্জাতিক কেরিয়ারের রয়েছে মোট ৭৫৬ উইকেট, ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারি তিনি। তালিকায় শীর্ষে অনিল কুম্বলে। ৯৫৩ উইকেট আছে কিংবদন্তির ঝুলিতে।

 

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। সামগ্রিক বিচারে তিনি রয়েছেন সপ্তম স্থানে।

 

বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নিয়েছেন অশ্বিন। তাঁর এই মাইলস্টোন তৈরি করতে ৯৮ ম্যাচ লেগেছে। একে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। তিনি ৮৭ ম্যাচে ৫০০ টেস্ট উইকেট নিয়েছিলেন।

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট উইকেট পেয়েছেন অশ্বিন। তাঁর ঝুলিতে আছে ৪৭৫ টেস্ট উইকেট। কুম্বলের রয়েছে তাঁর চেয়ে একটি উইকেট বেশি।

 

আন্তর্জাতিক ক্রিকেটে, ৩০০-র বেশি উইকেট এলবিউব্লিউ-তে নেওয়ার নজির রয়েছে তিন ক্রিকেটারের। একে রয়েছেন মুরলী (৩৩৬), দুয়ে জেমস অ্যান্ডারসন (৩২০), তিনে রয়েছেন অশ্বিন, নিয়েছেন ৩০২ উইকেট।

টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তিন বোলারের। একে রয়েছেন মুরলী, তিনি ৬৭ বার টেস্টে ফাইফার নিয়েছেন। দুয়ে ও তিনে অশ্বিন ও ওয়ার্ন। ৩৭ বার তাঁরা টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link