অফিসে ভাঙচুর করে বাস্তু বদল, ভাগ্য ফেরানোর আশায় রবীন্দ্রনাথ ঘোষ
কমলিকা সেনগুপ্ত: বাস্তু বদলে ভাগ্যবদলের খোঁজে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। বাড়ি তো বটেই উত্তরকন্যায় নিজের অফিসের পরিবর্তন করেছেন রাজ্যের মন্ত্রী।
লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটাও আসন চায়নি তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গড় কোচবিহারেও হেরেছে রাজ্যের শাসক দল। ভোটের পরই হাতছাড়া হয়েছে জেলা সভাপতির পদ।
২০২১ সালে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গ, বিশেষত কোচবিহারে বিজেপিকে ঠেকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের। আর সে চ্যালেঞ্জে জয়ী হতে চেষ্টার ত্রুটি রাখছেন না রবীন্দ্রনাথ ঘোষ। ভাগ্য ফেরাতে বাস্তুশাস্ত্রের আশ্রয় নিলেন রবীন্দ্রনাথবাবু। দীপাবলির আগে অফিসের দিক পরিবর্তন করলেন।
কোচবিহারে খারাপ ফলের পর বাস্তু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন মন্ত্রী। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উওরকন্যায় এসে তাঁর ঘর পরিদর্শন করেন বাস্তু বিশেষজ্ঞ। তিনি বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁকে পূর্ব দিকে থাকার দাওয়াই দিয়েছেন।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'দেখেন সময় ভালো না। এই যে অফিস করি এটাও বাস্তুতে চলে। তাই বিধানসভা ভোট পর্যন্ত এখানেই থাকব।"
উওরকন্যায় মন্ত্রীর ঘরে করা হয়েছে আমূল পরিবর্তন। টবে রয়েছে তুলসি গাছ। সব থাকছে পূর্বমুখী।
মন্ত্রীর বাড়িতেও বেশ কিছু বদল আনা হয়েছে। বাস্তু বদলে ভোটবাক্সে সাফল্য নিশ্চিত হবে কিনা, তা বলবে ২০২১ সাল।