Didi No.1: ভ্যালেনটাইনস ডে-তে শুরু `দিদি নং ১`-র নতুন জার্নি, প্রথম দিনের অতিথি কারা?
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে হাজার এপিসোড পেরিয়ে গেল জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১। এবার শুরু নতুন সিজন।
ভ্যালেন্টাইনস ডে থেকে শুরু হচ্ছে সিজন নাইন। সিজন বদলের সঙ্গে সঙ্গে খেলাতেও আসছে পরিবর্তন।
প্রথমদিন প্রতিযোগী হিসাবে হাজির চার জনপ্রিয় অভিনেতা অন্বেষা হাজরা, দিতিপ্রিয়া রায়, উষসী রায় ও সন্দীপ্তা সেন।
প্রথমদিনের অতিথি হিসাবে মায়ের সঙ্গে যোগদান করেন দিতিপ্রিয়া।
বাবার সঙ্গে হাজির অন্বেষা। অভিনেতা জানালেন, তাঁর মা একদিনও মিস করেন না এই শো।
উষসীও দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির তাঁর বাবার সঙ্গে। নতুন শো নিয়ে এক্সাইটেড নায়িকা।
মার সঙ্গে দিদি নম্বর ওয়ানের নতুন সিজনে হাজির সন্দীপ্তা সেন।