Rachna Banerjee Hooghly: আলু-ফুলকপির তরকারি দিয়ে দুপুরে ভাত খেয়ে রচনা রাঁধুনিদের বললেন...
জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন রচনা। বাচ্চাদের জন্য কী রকম রান্না হচ্ছে, তা চেখেও দেখেন তিনি। (তথ্য ও ছবি: বিধান সরকার)
আলু-ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে রাঁধুনিদের উদ্দেশ্যে বলেন, দশে দশ! (ছবি ও তথ্য: বিধান সরকার)
রচনা বলেন, 'তেল-মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনও দিনও খাইনি! ডাল পছন্দ করি না, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম।' (ছবি ও তথ্য: বিধান সরকার)
রচনা আরও বলেন, 'মিড ডে মিল যাঁরা রান্না করেন তাঁরা খুব সুন্দর করে তা তৈরি করেন। খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন।' (ছবি ও তথ্য: বিধান সরকার)
প্রসঙ্গত আজ, বৃহস্পতিবার নতুন বছরের দ্বিতীয় দিনে হুগলি মহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজেও হাজির হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে ছাত্রছাত্রীরা সেলফি তুলতে শুরু করেন। সাংসদও হাসি মুখে পোজ দেন। পরে সেমিনার হলে সাংসদ পড়ুয়াদের বলেন, তিনি পড়ুয়াদের হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছেন। (ছবি ও তথ্য: বিধান সরকার)
ওই কলেজেই রচনা পড়ুয়াদের বলেন, 'স্বপ্ন দেখো। তবে সেই স্বপ্নকে সফল করতে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তার জন্য যা যা করতে হয়, সেটা করবে। আমি নিজে সেটা বুঝেছি। পরিশ্রমের কোনও বিকল্প নেই-- এটা আমি আমার জীবন থেকে শিখেছি। যদি তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, তবে তুমি পাহাড়ে উঠতে পারবে। যদি গাছে ওঠার স্বপ্ন দেখো, তাহলে কিন্তু নীচের দিকেই থেকে যাবে। তোমাকে আকাশ ছুঁতে হবে।' (ছবি ও তথ্য: বিধান সরকার)