গতিবিধি ও বাসস্থানের হাল হকিকত জানতে রেডিও কলার পরানো হল রয়্যাল বেঙ্গলের গলায়
মৌপিয়া নন্দী: রেডিও কলার পরানো হল সুন্দরবনের একটি বাঘকে।
WWF-এর সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গ বন দফতরের বন্যপ্রাণ শাখা একটি পুরুষ বাঘের গলায় এই রেডিও কলার পরায়।
রেডিও কলার পরানোর পর সেটিকে আজ সুন্দরবন টাইগার রিসার্ভে ছাড়া হয়। বসিরহাট রেঞ্জের হরিখালি বিটে গতকাল ও আজ বাঘের গলায় এই রেডিও কলার পরানোর কাজটি হয়।
বন দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে সুন্দরবনের আরও ৩টি বাঘের গলায় স্যাটেলাইট রেডিও কলার পরানোর পরিকল্পনা রয়েছে।
এর মাধ্য়মে সুন্দরবনের বাঘদের রক্ষা করা, তাদের বাসস্থান সম্বন্ধে তথ্য জোগাড় করা আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।