দ্রাবিড়ের মুকুটে জুড়ল নতুন রত্ন, আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত `দ্য ওয়াল`

Suman Majumder Thu, 01 Nov 2018-3:45 pm,

ছয় বছর আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু আইসিসি তাঁকে ভুলে যায়নি। ঠিক যেমনভাবে এদেশের ক্রিকেটপ্রেমীরা ভোলেননি রাহুল দ্রাবিড়কে। ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ীয় সভ্যতা অমরত্ব পেয়েছে যেন!

দেশের জার্সিতে ১৬৪ টেস্ট, ৩৪৪ একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলেছেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানের এখন ভূমিকা বদল হয়েছে। তিনি এখন সমান দক্ষতায় কোচিং সামলাচ্ছেন।

ইন্ডিয়া এ ও অনূর্ধ্ব ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুকুটে এবার নতুন রত্ন যোগ হল। তিরুবনন্তপূরমের গ্রিন ফিল্ড স্টেডিয়াম রাহুল দ্রাবিড়ের জীবনে যেন আরও এক উজ্জবল অধ্যায় লিখে দিয়ে গেল।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হলেন রাহুল দ্রাবিড়। এর আগে বিষেণ সিং বেদি, সুনীল গাভাসকর, কপিল দেব ও অনিল কুম্বলে রয়েছেন এই তালিকায়।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে সুনীল গাভাসকরের হাত থেকে হল অফ ফেম সম্মান পেলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেট জীবনে এত বড় সম্মান পাওয়ার মুহূর্তেও দ্য ওয়াল একইরকম নির্লিপ্ত ও শান্ত।

গ্রিন ফিল্ড-এর গ্যালারি কিন্তু শান্ত থাকল না। দ্রাবিড়ের এমন সম্মানের মুহূর্তে গর্জে উঠল হাত তালিতে। ঠিক যেমনভাবে সারা দেশে রাহুলের অসংখ্য গুণমুগ্ধ এদিন সগর্বে আরও একবার নিজেদের দ্রাবিড়িয়ান বলে ঘোষণা করলেন। 

হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হয়ে রাহুল বলে গেলেন, ''এই তালিকায় আমার হিরোরা রয়েছেন। গোটা কেরিয়ারজুড়ে আপনাদের সমর্থন ও ভালবাসা পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞ। এমন একটা সম্মান সত্যিই গর্বের।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link