বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে এবার মুখ খুললেন রাহুল দ্রাবিড়
বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল নির্বাচন হয়েছে। তাতে সুযোগ পাননি ঋষভ পন্থ। যা নিয়ে কথা উঠছে। দ্রাবিড় কিন্তু পন্থের সুযোগ না পাওয়া নিয়ে বেশি চিন্তিত নন।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার নিয়ে চিন্তিত নন দ্রাবিড়। তাঁর দাবি, ওই সিরিজে অস্ট্রেলিয়া বেশি ভাল খেলে দিয়েছিল। দ্রাবিড় বলছিলেন, ''গত ৩০ মাসে ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলেছে। ধারাবাহিক পারফরম্যান্স করেছে দল। তবে এক নম্বর হিসাবে উঠে আসতে গেলে বিশ্বকাপ জিততে হবে।"
অম্বাতি রায়াড়ু ও ঋষভ পন্থ না থাকলেও অসুবিধা হবে না। এমনই মত দ্য ওয়াল-এর। তিনি বললেন, এই দলটাতে ভারসাম্য রয়েছে। বিশ্বকাপে ভারতীয় দলটা ভাল পারফর্ম করবে।
দ্রাবিড় আরও বললেন, দেখুন অনেক সময় দলে প্রচুর বিকল্প থাকবে। দল নির্বাচনের সময় একটি বা দুটি নাম নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেটা কোনও বড় কথা নয়। এই দলটা ভাল খেলার যোগ্য।
দ্রাবিড় মনে করেন, ঋষভ পন্থের মধ্যে সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বকাপে খেলার যোগ্য।