রাহুল দ্রাবিড় বাঁ-হাতি ব্যাটসম্যান! আইসিসির ভুলে নিন্দার ঝড়

Sat, 21 Sep 2019-1:19 pm,

ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী তিনি। সেই রাহুল দ্রাবিড় সম্পর্কেই নাকি এত বড় ভুল তথ্য দিয়ে দিল আইসিসি!

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে গত বছর আইসিসির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন দ্রাবিড়। আর তাঁর সম্পর্কেই আইসিসি-র ওয়েবসাইটে লেখা মস্ত বড় ভুল তথ্য। 

ভারতের জার্সিতে ১৬৪ টেস্ট ও ৩৪৪টি ওয়ানডে খেলেছেন দ্রাবিড়। ডান-হাতি ব্যাটসম্যান হিসাবেই তাঁকে চেনে ক্রিকেট বিশ্ব। কিন্তু আইসিসি তাঁকে চেনে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসাবে।

১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। ১৩,২৮৮ টেস্ট রান, ৩৬ সেঞ্চুরি,৬৩ হাফ সেঞ্চুরি রয়েছে দ্রাবিড়ের। ওয়ানডে ক্রিকেটে ১০৮৮৯ রান, ১২ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরি। সেই তাঁকেই নাকি বাঁ-হাতি ব্যাটসম্যান বলে দিল আইসিসি। 

আইসিসির এমন ভুল মেনে নিতে পারেননি ভারতীয় সমর্থকরা। তাঁরা আইসিসিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। কেউ কেউ তো আইসিসি কর্তাদের অকর্মণ্য বলেও গালমন্দ করেছেন। পরে অবশ্য ভুল শুধরে নেয় আইসিসি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link