রাহুল দ্রাবিড়ের একটি পরামর্শ বদলে দিয়েছে তাঁর জীবন, বলছেন শুভমান গিল
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে তিনি ছিলেন না। তাঁকে দলে না নেওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এর পর আইপিএলেও ভাল পারফর্ম করেছিলেন শুভমান গিল।
তাঁর মতো অনেক কমবয়সী ক্রিকেটারের ভিত গড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তবে শুভমান গিলের উপর একটু যেন বেশিই ভরসা করেন দ্রাবিড়। শুভমান তাই দ্রাবিড় স্যরকে কখনও হতাশ করতে চান না।
রাহুল দ্রাবিড়ের একটা পরামর্শ শুভমানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কী সেই পরামর্শ!
শুভমান বললেন, অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল, তার পর ভারতীয় এ দলের কোচ হিসাবে আমি রাহুল স্যরকে পেয়েছি। ওনার একটা পরামর্শ আমাকে অনেক সাহায্য করেছে। রাহুল স্যর বলতেন, পরিস্থিতি যাই হোক কখনও নিজের স্বাভাবিক খেলার স্টাইলে পরিবর্তন করবে না। আমি এই কথাটা মাথায় রেখে দিয়েছি। ফর্ম খারাপ থাকলেও কখনও নিজের স্বাভাবিক স্টাইল পরিবর্তন করি না।
শুভমান আরও বললেন, রাহুল স্যর সব সময় মানসিক শক্তি বাড়ানোর দিকে লক্ষ্য রাখেন। যে কোনও চ্যালেঞ্জের সামনে পড়লে সব থেকে বেশি লাগে মানসিক জোর। আমি ওনার থেকে সেটাই শিখেছি।